ময়মনসিংহের গৌরীপুর.বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ অক্টোবর)সকাল১১ টায় উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর নুর খোকা র সভাপতিত্বে,৫ নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি বোরহান উদ্দিন খান বলেন ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। এছাড়াও উপস্থিত ছিলেন , গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম,কাশিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ওসি বোরহান উদ্দিন খান এলাকার কয়েকটি দুগ্ধ খামার সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য করুন