না ফেরার দেশে চির বিদায় দিলেন ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের অন্যতম নেত্রী শাকিলা তাহমিনা পূণম। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৬ অক্টোবর বাদ জোহর নওমহল নন্দীবাড়ী মসজিদে নামাজে জানাযা শেষে তাকে গোলকীবাড়ী গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, দুপুর ১২টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো: তাজুল আলম তাজুল, মো: ফরহাদ আলম ফরহাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, নাহিদা ইকবাল, নুরজাহান মিতু, নেতৃবৃন্দ মরহুমের বাসায় উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে শান্তনা প্রদান করেন। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা ময়মনসিংহ জজকোর্টের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মতিয়ার রহমান বাচ্চু এর কনিষ্ঠা কন্যা ও ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি এর কনিষ্ঠ বোন। শান্তশিষ্ট ও বিনয়ী স্বভাবের মেধাবী উচ্চশিক্ষিত পুণমের অকালমৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছিনা অনেকেই। ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের অন্যতম নেত্রী শাকিলা তাহমিনা পূণম এর অকাল মৃত্যুতে ময়মনসিংহ জেলঅ আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এডভোকেট মো: জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ প্রয়াত পুণমের আত্নার মাগফিরাত কামনা করে এক শোক বানীতে বলেন, পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নিকট প্রয়াতের পরলোকগত বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। মরহুমের অকাল মৃত্যুতে ময়মনসিংহ কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বানীতে মেয়র টিটু বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা প্রয়াত এডভোকেট বাচ্চু ভাইয়ের কনিষ্ঠ কন্যা এবং মহিলা আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা রশিদ প্রীতির ছোট বোন যুব মহিলা লীগের সক্রিয় নেত্রী স্নেহাস্পদ পুনম আজ বিকেলে মৃত্যুবরণ করেছেন, তাদের শোকাহত পরিবারের সদস্যবৃন্দের প্রতি সমবেদনা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পুণমরে মৃত্যুতে শোক জানিয়েছেন ময়মনসিংহ শহর আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক, জেলা আওয়ামিলীগ । তিনি পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নিকট প্রয়াতের পরলোকগত বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। মরহুমের অকাল মৃত্যুতে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন গভীর শোক প্রকাশ করেছেন
মন্তব্য করুন