জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় সুপারী চোরের অভিযোগে হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে এক শিশুকে নির্যাতনের অভিযোগ করা হয়েছে।জানা যায়, জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় গাছ থেকে সুপারী চুরির মিথ্যা অভিযোগে সাজ্জাদ (১১) নামে এক শিশুকে হাত-পা বেঁধে গলায় গলায় রশি পেঁচিয়ে নির্যাতন করেছে স্থানীয় সাবেক কাউন্সিলর ভাতিজা সোহাগ খান (৪২)।
সোহাগ খান সাবেক কাউন্সিলরের ভাই শাহজাহান খানের ছেলে। সোহাগ খান তাদের গাছের সুপারী চুরির মিথ্যা অভিযোগে সাজ্জাদকে তার ছেলে নিহালকে দিয়ে লাঙ্গলজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ডেকে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে নির্যাতন করে সোহাগ খান, সোহাগ খানের বাবা শাহজাহান খান ও সোহাগ খানের ছেলে নিহাল খান। পরে সে জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান অবস্থায় আহত সাজ্জাদকে প্রতিবেশিরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে সাজ্জাদের বাবা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত সাজ্জাদ লাঙ্গলজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র এবং সে ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।আহত সাজ্জাদের বাবা জানান, আমার ছেলেকে সোহাগ খান, তার বাব শাহজাহান খান এবং তার ছেলে নিহাল খান হত্যা করার জন্য গলায় রশি পেঁচিয়ে নির্মমভাবে মেরেছে। নির্যাতনকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানান তিনি।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা.চিরঞ্জীব সরকার জানান, গলায় আঘাতের ক্ষত নিয়ে আসা সাজ্জাদ নামে এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে সিভিল সার্জন ও আবাসিক মেডিকেল অফিসার এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
মন্তব্য করুন