দীর্ঘ সাত মাস পর আগামী ২ নভেম্বর থেকে ঘরোয়া ক্রিকেট ফিরছে দক্ষিণ আফ্রিকায়। প্রাদেশিক টুর্নামেন্ট দিয়ে নারী-পুরুষ উভয় বিভাগের ক্রিকেট শুরু হবে। চার দিনের ম্যাচের সিরিজ দিয়ে ক্রিকেট ফেরাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এরপর শুরু হবে মোমেন্টাম ওয়ানডে কাপ।
চার দিনের ম্যাচ সিরিজ প্রত্যেক দল সাতটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে পাঁচ দিনের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই দুটি আসরের পর একটি টি-টুয়েন্টি টুর্নামেন্টও আয়োজনের পরিকল্পনা করেছে সিএসএ।
স্থানীয় সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন সিএসএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগানড্রি গোভেন্ডার, ‘আমরা আনন্দিত যে, দেরিতে হলেও দেশের ক্রিকেট মৌসুম শুরু হচ্ছে। এতে কোন ম্যাচও কমছে না। ছয় দল দুই গ্রুপে বিভক্ত হয়ে চার দিনের ম্যাচে সিরিজ ও ওয়ানডে কাপে অংশ নিবে। ডাবল-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তবে প্লে-অফে এক রাউন্ড করে খেলা হবে।’
মন্তব্য করুন