সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেছেন, বঙ্গবন্ধুর বাংলায় আমরা সবাই বাঙালি। অসাম্প্রদায়িকতা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা। এ চেতনা বুকে ধারণ করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।
আজ শুক্রবার বিকেলে হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ, তাড়াশ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশুতোষ স্যান্নালের সভাপতিত্বে ও শ্যাম সুন্দর টুটুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার দাস। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র্র ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন গোস্বামী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান লাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,সাংবাদিক দিলীপ গৌর, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি সনাতন দাশ, সাধারণ সম্পাদক সাহেদ খান জয়সহ অন্যান্যরা।
সম্মেলন শেষে আশুতোষ স্যান্নালকে সভাপতি ও শ্যাম সুন্দর টুটুলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন