পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যখন গত বুধবার লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছেন, তখন তার ফুনচালের বাড়িতে ঢুকে পড়ল এক চোর। ফুনচাল রোনালদোর জন্মভূমি। ২০১৫ সালে স্থানীয় নকশাকার নিনি আন্দ্রাদে সিলভার কাছ থেকে তিনি সাত তলা বাড়ি কিনেছিলেন। গত বছর বাড়ির কাজ শেষ হওয়ার পর মা ও ভাইকে নিয়ে সেখানে ওঠেন রোনালদো। তবে সেই চোর দামি কিছুই চুরি করেনি। চুরি করেছে একটা জার্সি!
স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, রোনালদোর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিপত্রের মাঝে দামি কিছুই নেই। রোনালদোর সেই জার্সিটির দাম হবে ২০০ ইউরো। পাশাপাশি চুরি গেছে বেসবলের একটি ক্যাপ। তবে চুরি করে নিজেকে আড়াল করতে পারেনি চোর। সিসিটিভির ফুটেজে তাকে চিহ্নিত করা গেছে। পুলিশ এখনো সেই চোরকে ধরতে না পারলেও অচিরেই সে ধরা পড়বে বলে দাবি। তাছাড়া স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ দাবি করেছে যে, চোর নাকি রোনালদোর পরিবারের পরিচিত কেউ।
ফুনচালের এই বাড়িটির দাম ৭০ লাখ ইউরো। বাড়ির এক কর্মী ভুল করে গ্যারাজের দরজা খুলে রেখেছিলেন। সেই দরজা দিয়েই ঢুকেছিল সেই চোর। রোনালদোর বাড়ির গ্যারাজে মোট পাঁচটি গাড়ি রাখা হয়। বাড়ির ওপরের দুটি তলা রোনালদো ও তাঁর পরিবারের থাকার জন্য। এ বাড়িতে অলিম্পিক মানের দুটি সুইমিং পুল ও জিমের পাশাপাশি ছোট একটি ফুটবল মাঠ আছে। তাঁর ভাই হুগো এবং মা ডলোরেস আভেইরো মাঝে-মধ্যে এই বাসায় থাকেন। গত বসন্তে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে এ বাসায় সময় কাটিয়ে গেছেন রোনালদো।
মন্তব্য করুন