ঢাকার ধামরাই উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার বাইসাকান্দা ইউনিয়নের কাছইর বিলে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম শুকুর আলী (৫৭)। তাঁর বাড়ি কাছই গ্রামে।
পুলিশ জানায়, গতকাল রাতে শুকুর আলী বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ বিলের পানিতে ফেলে রেখে যায়। আজ রোববার সকালে এলাকার লোকজন লাশ দেখে বিষয়টি ধামরাই থানার পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কারা, কী উদ্দেশ্যে শুকুর আলীকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন