বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্নমত স্তব্ধ করার জন্য সাংবাদিক, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ, যাঁরা ভিন্নমত নিয়ে লেখালেখি করেন, তাঁদের নামে মামলা দেওয়া হচ্ছে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, সাংবাদিকেরা এখন লিখতে সাহস পান না। আজ সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে হাতিয়ার করেছে। সরকার বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানববন্ধন, মিছিল, হরতাল অনেক করা হয়েছে, টনক নড়াতে পারেননি। দেশকে রক্ষার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলে উত্তাল আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের একাংশের নেতা ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপিপন্থী চিকিৎসকনেতা ও পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন