ময়মনসিংহ সড়কে সিএনজিতে যাত্রীবেসে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটকারী গ্রেফতার
ময়মনসিংহে সিএনজিচালিত যাত্রী সেজে ছিনতাই করার সময় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তারাকান্দা নির্বাচনী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিএনজিচালিত অটোরিকসার চালক চরঈশ্বরদিয়া কামাল মিয়া(৩৪), শম্ভুগঞ্জ এলাকার খলিল মিয়া(১৩)।
খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ ব্রীজ মোড় থেকে মহিলা টার্গেট করে। টার্গেট করে তারা সর্বস্ত লুট করে নিয়ে যায়। আজ ব্রীজ থেকে রহিমা নামে একজন তারাকান্দা যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়। ব্রীজ মোড় থেকে সে উঠলে তার পিছনে যাত্রীবেশে আরো ২জন যাত্রী উঠে পরে। সিএনজি কিছুদূর যাওয়ার পর ওই দুই যাত্রী মহিলা গলায় ছুরি ধরে। পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে নেমে চলে যায়। বিট পুলিশিং কাজ করতে গিয়ে তারাকান্দা থানার এসআই সবুর মিয়া মহিলার চিৎকারে শুনে সিএনজি ধাওয়া করে ২ ছিনতাইকারীকে আটক করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের সাথে কে কে জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।