কিন্তু আপনি নিজেই কিছু উপায় অবলম্বন করে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন l
অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে দাড়ি কাটলে দাড়ি ঘন হয়। কিন্তু সত্যি এটাই যে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাই আমার মনে হয় শুরুর দিকে দাড়ি যতটা বাড়ে, বাড়তে দেয়া উচিত। পরে ৪ থেকে ৬ সপ্তাহ পরে ছাঁটুন।
ক) মুখের যত্ন নিতে হবে এবং ভালো করে ঘষে ত্বকের ওপর থেকে মৃত কোষ দূর করার চেষ্টা করতে হবে। এর ফলে নতুন দাড়ি গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
খ) প্রতিদিন সকলে এবং সন্ধ্যায় হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার রাখতে হবে l
গ) প্রতিদিন পেঁয়াজের রস মুখের ওপর লাগান I এতে অনেক উপকার পাবেন I
ঘ) প্রতিদিন পর্যপ্ত শাকসবজি খান এতে আপনি অনেক উপকার পাবেন I
ঙ) নিয়মিত শরীরচর্চা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন l
মন্তব্য করুন