স্টাফ রিপোর্র্টার: বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুর বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
সভায় বেগম রোকেয়ার নারীদের মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদানের কথা, নারীর শিক্ষাগ্রহণ, নারীর বাইরে চলাফেরা এবং কাজের অধিকার, স্বাধীন চিন্তা-চেতনার অধিকারসহ তার জীবন দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু, জেলা নারী মুক্তি সংসদের সহ-সভাপতি আসমা খাতুন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি জুয়েল খান, জেলা কমিটির সদস্য নাসরিন আক্তার, নারী মুক্তি সংসদের নেত্রী চায়না খাতুন, হিরা খাতুন, আকসারা পারভীন প্রমুখ।
মন্তব্য করুন