হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোড়ার সময় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সাদৃশ্য একটি বোমা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, সকাল সাড়ে নয়টার দিকে পাইলিং করার জন্য মাটি খুড়তে গিয়ে বোমাটি পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করে।
তিনি জানান, বোমাটির ওজন প্রায় আড়াইশ কেজি। যেহেতু এটি অনেক বড় তাই এখানে ডিসপোজাল করানো নিরাপদ নয়। এই কারণে রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।
মন্তব্য করুন