আজ মননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতি মন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় এর নির্দেশনায়, বাংলাদেশ যুবলীগ ময়মনসিংহ জেলা শাখা অন্যতম নেতা মোঃ মঞ্জুরুল আলম লাভলু (ভিপি লাভলু) র শুভ জন্মদিন পালন করা হয়।তার জন্মদিনে তিনি বলেন দেশ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে, যাকে বলে মানবতা। এই মানবতা রুপকার হলেন জননেত্রী শেখ হাসিনা তার হাত শক্ত করার তার লক্ষ্য তাই বাংলাদেশে যুবলীগ ময়মনসিংহ জেলা শাখায় তার নেত্রীতে এগিয়ে নিয়ে যেতে চান। গৃহায়ন ও গনপূত প্রতি মন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় এর নির্দেশনায়, শেখ হাসিনা ও মজিব আদার্শ বাংলার মানুষের কাছে পৌছে দিতে চান।বাংলা প্রতিটি ঘড়ে জয় বাংলা আলো পৌছে দিতে তার সকল চেষ্টা।তিনি বলেন আমি ময়মনসিংহ বাসীর কাছে মজিব আদার্শ এর নেতা হয়ে মানুষের সেবা করতে চাই এটাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। যুবলীগ এর অন্যতম এই নেতার জন্মদিন আয়োজন করেন যুবলীগ নেতা রাজীব আহমেদ,বিশেষ সহযোগীতায় , যুবলীগ নেতা তুহিন আহমেদ ফারুক ময়মনসিংহ জেলা, সার্বিক সহযোগিতায় সাবকেছাত্র নেতা ও ওয়ার্ড মহানগর আওয়ামী লীগ মোঃ জাহাঙ্গীর হাসান । বাংলাদেশে যুবলীগ ময়মনসিংহ জেলা শাখায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন মোঃ মঞ্জুরুল আলম লাভলু (ভিপি লাভলু) তার এই জনপ্রিয়তা বাংলাদেশে যুবলীগ ময়মনসিংহ জেলা শাখা কে এগিয়ে নিতে সদাই প্রস্তুত। এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রাক্তন ৪ নং ওয়ার্ড যুবলীগের প্রতিষ্ঠা সভাপতি আনোয়ার হোসেন খান সাবেক ছাত্র নেতা শাহেদ আনোয়ার, আনার হোসেন, যুবলীগ নেতা আংগুর হোসেন, মিন্টু আহমেদ, আমরা ক জন মুজিব সেনা জেলা শাখার নেতা মাহবুববুর রহমান মাহবুব,স্বেচ্ছাসেবক লীগ নেতা রুমেন সবুর, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর হাসান, রমোঃমোস্তাক হীরা, যুবলীগ নেতা সেলিম সাজ্জাদ, মঞ্জিল আহমেদ, আরিফ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাজু মিয়া, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যকরী সদস্য স্বপন আহমেদ, প্রমুখ।আনান্দ উল্লাসের সহিত জন্মদিন পালিত হয়।দিনে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। জয় বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে মোঃ মঞ্জুরুল আলম লাভলু (ভিপি লাভলু)জানাই জন্মদিনের শুভেচ্ছা।
মন্তব্য করুন