বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন নিখোঁজ রয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন – মাহেনুর বেগম (৫০) ও নাসরিন বেগম (২৫)। মাহেনুর বেগম মাঝেরচর এলাকার সালাম হাওলাদারের স্ত্রী ও নাসরিন বেগম তার মেয়ে।মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।পুলিশের এই কর্মকর্তা জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন