যার একটু রান্না-বান্না শেখা, দেখা কিংবা বিদেশী খাবার তৈরির পদ্ধতি জানার প্রতি আগ্রহ আছে তিনি নিশ্চয় তুর্কি শেফ বোরাক ওজদেমিরকে চেনেন। যে কিনা সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেডএন বোরাক নামে প্রসিদ্ধ। ফেসবুক-ইউটিউবে রান্না বিষয়ক তার বিপুল পরিমাণ ভিডিও রয়েছে। বিশ্বের নামী-দামী খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সব অঙ্গনের তারকার সাথে বোরাকের রান্নার ভিডিও দেখা যায়।
এই বোরাক-ই আজ চমকে দিলেন পবিত্র শহর আল কুদসের (জেরুজালেম) অধিবাসীদের। রমজানের প্রথম জুমা আদায় করতে শুক্রবার তিনি হাজির হয়েছিলেন মুসলিমদের প্রথম কেবলা খ্যাত মসজিদুল আকসায়।
তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আল আকসায় জুমা আদায় ও সেখানে কাটানো সুন্দর কিছু মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করেছেন।
স্থিরচিত্রের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সেজদারত বান্দাই আল্লাহর অধিক নিকটবর্তী। আপনারা বেশি বেশি দোয়া করুন। জুমা মোবারক।’
খুব অল্প সময়ের মধ্যেই বোরাকের ছবিগুলো অনলাইন প্লাটফর্মগুলোতে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। ভক্তরা আল আকসায় তার জুমার নামাজ আদায়কে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন।
মন্তব্য করুন