স্টাফ রিপোর্টার:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফের চালু করা হয়েছে ক্যাথল্যাব। এখন থেকে এই হাসপাতালেই রক্তনালীর ব্লক নির্ণয়, রিং পরানো ছাড়াও পেসমেকার লাগানোসহ শিশুদের জন্মগত হৃদরোগ নির্ণয় করা যাবে।বুধবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলাম খান ওয়াসিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন ময়মনসিংহ মেডিকেলের পরিচালক থাকার সময় ২০২০ সালের ১৫ মার্চ ক্যাথল্যাব স্থাপন করা হয়। এর তিনদিন পর ১৮ মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ার পর ক্যাথল্যাব বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, এরপর ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবির পরিচালক হিসেবে যোগদান করার পর ২০২১ সালের ২৮ মার্চ ক্যাথল্যাব আবারও চালু করা হয় এবং সময়ই আমিই প্রথম ময়মনসিংহ অঞ্চলে ৬ জনের এনজিওগ্রাম করি। এরপর দিন থেকে আবারও সরকার লকডাউন ঘোষণা করায় ক্যাথল্যাবের কার্যক্রম স্থবির হয়ে পরে।তৃতীয়বারের মতো গত ৫ এপ্রিল (মঙ্গলবার) পুনরায় ক্যাথল্যাব কার্যক্রম চালু হয়। ওই দিন বীর মুক্তিযোদ্ধাসহ ১২ জন রোগীর এনজিওগ্রাম করানো হয়। তাদের মধ্যে তিনজনের হার্টে ব্লক ধরা পড়ায় তাদের রিং পরানো হয়। রোগীরা সবাই সুস্থ আছেন।
তিনি আরও বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, রৌমারী, কুড়িগ্রামসহ প্রায় দুই কোটি মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল এই হাসপাতাল। এই হাসপাতালের হৃদরোগ বিভাগে ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন দুই শতাধিক রোগী ভর্তি থাকেন। জটিল রোগীদের ঢাকায় স্থানান্তর করার সময় নেওয়ার পথেই ঘটে প্রাণহানি। তবে এখন থেকে আশার কথা হলো, হাসপাতালেই রক্তনালীর ব্লক নির্ণয়, রিং পরানো ছাড়াও পেসমেকার লাগানোসহ শিশুদের জন্মগত হৃদরোগ নির্ণয় করা যাবে।
মন্তব্য করুন