পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পক্ষ থেকে দুস্থদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশ, ময়মনসংিহ রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশের এই আয়োজন। ময়মনসিংহ শহরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল উদ্যান পরিদর্শনে গিয়ে উক্ত ট্যুরিস্ট স্পটে আগত দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে উপহার প্রাপ্ত ব্যক্তিরা খুশি ও আনন্দ প্রকাশ করেন এবং ট্যুরিস্ট পুলিশের জন্য দোয়া করেন। মূলত উক্ত পর্যটন স্থান এবং এর আশেপাশে প্রতিনিয়তই জীবিকা নির্বাহের তাগিদে অনেক দুস্থ ও অসহায় ব্যক্তিরা অবস্থান করে। তাদের কথা চিন্তা করে ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়। অসহাদের কাছে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন মহোদয় জানান। তিনি আরও বলেন আসন্ন ঈদ উপলক্ষ্যে ছুটির দিন গুলোতে ট্যুরিস্ট স্পট গুলোতে পর্যটকদের/দর্শনার্থীদের নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে ময়মনসিংহ রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। তিনি পর্যটক/দর্শনার্থীদের ট্যুরিস্ট পুলিশের প্রতি আস্থাশীল হয়ে ট্যুরিস্ট স্পট ভ্রমণে আহ্বান জানান এবং ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উক্ত উপহার সামগ্রী বিতরণকালে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের সহকারি পুলিশ সুপার জনাব কৃষ্ণ কুমার সরকার, পুলিশ পরিদর্শক জনাব রাজন চন্দ্র পাল সহ ময়মনসিংহ জোনের অন্যান্য অফিসার/ফোর্স উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন