রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) ডিএমপির কাফরুল ও ভাষানটেক থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে। এই দুই মামলায় অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছিল। তাদের আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলায় অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মিরপুরে যৌথবাহিনীর সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আসামি সহস্রাধিক
একই ধারায় কাফরুল থানায় আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি কাজী গোলাম মুস্তফা। তিনি জানান, এই মামলায় ৪৫০ থেকে ৫০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার মিরপুর-১৪ তে কারখানা বন্ধকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই পোশাক শ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)। সংঘর্ষ চলাকালে শ্রমিকদের একটি অংশ পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
মন্তব্য করুন