ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবারক হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছেন জিআরপি পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের আউটার সিগন্যাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর গফরগাঁও রেল স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক ও ২৫ সেপ্টেম্বর মশাখালী স্টেশন এলাকায় এনামুল নামে এক পথ শিশু (১২) ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়দের ধারনা, দুর্বৃত্তরা ট্রেনের ছাদ থেকে ফেলে এ সব হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গফরগাঁও জিআরপি ফাঁড়ি সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেন পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার বালিপাড়া বিয়াড়া এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামে শ্বশুর বাড়িতে থেকে স্থানীয় বাজার থেকে কাঁচা মাল কিনে ট্রেনযোগে ঢাকায় নিয়ে বিক্রি করতেন।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদুল্লাহ হিরো বলেন, শুনেছি নিহত মোবারক হোসেন রাতের কোনো লোকাল ট্রেনের ছাদে ঘুমিয়েছিল। সম্ভবত ঘুমন্ত অবস্থায় ছাদ থেকে পড়ে মারা গেছেন।
মন্তব্য করুন